Site icon Jamuna Television

চাচার দেয়া পেট্রোলের আগুনে শিশুর মৃত্যু, মৃত্যুশয্যায় মা

গোপালগঞ্জে মা ও সাত মাসের শিশুর গায়ে দেবরের পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় মারা গেছে শিশু আব্দুর রহিম। শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন মা ফাতেমা বেগম। ভাইয়ের বিরুদ্ধে মামলাও করেছেন ওই নারীর স্বামী মোরাদ আলী।

উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথেই মারা যায় শিশু রহিম। অবস্থার অবনতি হওয়ায় শিশুর মা দগ্ধ ফাতেমা বেগমকে নেয়া হয় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে।

নির্বাচনী ডিউটিতে ব্যস্ত ছিলেন আনসার সদস্য মোরাদ মোল্লা। সেই সুযোগে ঘরের মধ্যেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় তার স্ত্রী-সন্তানের গায়ে। আশপাশের লোকজন টের পেয়েও শেষ রক্ষা হয়নি। নৃসংশ এই ঘটনায় হতবাক গোপালগঞ্জের কিশিয়ানী উপজেলার নড়াইল গ্রামবাসী।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই দ্বন্দ্ব থেকেই হিংস্রতা। ভাইয়ের স্ত্রী ও সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে হোসাইন মোল্লা ।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী মোরাদ মোল্লা বলেন, আমি বাড়ি যেতে যেতেই আমার ছেলে মারা যায়।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক বলেন, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version