Site icon Jamuna Television

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণাওয়ার্ধনে। সোমবার (৮ জানুয়ারি) দীনেশ গুণাওয়ার্ধনে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো ক্ষমতায় আসার জন্য স্বাগত জানান তিনি। এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

এদিকে, নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, এ সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটে অংশ নেয় ২৮ দল। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দেয়া তথ্য অনুযায়ী, ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে এবারের নির্বাচনে।

এএস/

Exit mobile version