Site icon Jamuna Television

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৭ জন নিহত

বিমান হামলায় গ্রামের একটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: মিয়ানমার নাউ।

মিয়ানমারের উত্তর–পশ্চিমাঞ্চলে একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমার ভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নাউ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামলায় হতাহতের মধ্যে বেশিরভাগই শিশু। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার সকালে তামু জেলার খাম্পাত এলাকার একটি গ্রামে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি যুদ্ধবিমান থেকে অন্তত ৬টি বোমা ছোঁড়া হয়। গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে হয় প্রথম হামলা। এসময় ভয়ে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন সাধারণ মানুষ। এরপর দ্বিতীয় বোমাটি ছোঁড়া হয় তাদের লক্ষ্য করে। গ্রামটি কয়েক মাস ধরেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ’র নিয়ন্ত্রণে রয়েছে।

\এআই/

Exit mobile version