Site icon Jamuna Television

বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হয়েছে: ভারত

বাংলাদেশের নিবার্চন নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ভারতের নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ভারতের একটি প্রতিনিধি দলের করা মূল্যায়নে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের একটি বিবৃতিতে এ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

পর্যবেক্ষণ করতে আসতে ভারতীয় এই প্রতিনিধি দল বলছে, বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা গেছে। এর আগে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোন করে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি, সোশ্যাল মিডিয়া এক্স এর (পূর্বের টুইটার) অ্যাকাউন্টেও বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

মূলত, ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসে। ভোটের দিন টাঙ্গাইলসহ কয়েকটি জায়গায় কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরে লিখিত বিবৃতি দিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

এসজেড/

Exit mobile version