Site icon Jamuna Television

সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। ছবি- ফাইল

দৃষ্টিভঙ্গি পাল্টে বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কমিশনারের দফতর থেকে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশে গঠিত হতে যাওয়া নতুন সরকারের কাছে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন তুর্ক।

বিবৃতিতে ভোটের আগের কয়েক মাসের চিত্র তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এতে বলা হয়, ভোটের আগের কয়েক মাসে বিরোধীদলীয় নেতাকর্মী-সমর্থকরা গণগ্রেফতারের শিকার হয়েছে। তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। যেটি সত্যিকারের ভোটের জন্য মোটেও সহায়ক নয়।

/এনকে

Exit mobile version