Site icon Jamuna Television

চট্টগ্রামে ফ্লাইওভারে উঠতে গিয়ে ক্রেনের ব্রেক ফেল, আহত ৩

চট্টগ্রাম ব্যুরো:

একটি বড় ক্রেনের ব্রেক ফেইল হয়ে দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারে। এতে ৩ জন আহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল আকৃতির একটি ক্রেন বহদ্দারহাট ফ্লাইওভারের ওঠার সময় ব্রেক ফেইল হয়। ফলে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজি চাপা পড়ে ক্রেনের নিচে। এই ঘটনায় মোট ৫টি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্রেনটিকে জব্দ করে স্থানীয়রা। এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।

এসজেড/

Exit mobile version