Site icon Jamuna Television

থানার সামনের রাস্তায় বসে লতিফ সিদ্দিকীর প্রতিবাদ

টাঙ্গাইলের কালিহাতী থানার সামনে রাস্তায় বসে কর্মী গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন সেখানকার নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি থানার সামনে গিয়ে বসে পড়েন।

পুলিশ জানিয়েছে, সোমবার (৮ জানুয়ারি) পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদারের কয়েকজন কর্মীর সাথে মারামারি হয় লতিফ সিদ্দিকীর কর্মীর। পরে রাতেই থানায় অভিযোগ করলে নবনির্বাচিত এমপি’র কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ।

তাদেরই ছেড়ে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি থানায় যান। মূল গেটের সামনে রাস্তায় বসে গ্রেফতারের প্রতিবাদ জানান তিনি।

সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হন আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোট পান ৭০ হাজার ৯৪০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।

লতিফ সিদ্দিকীর ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে পরাজিত হয়েছেন। তিনি লড়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহানের সঙ্গে।

/এমএমএইচ

Exit mobile version