Site icon Jamuna Television

বিমানের জানালা দিয়ে উড়ে যাওয়া আইফোন উদ্ধার

মাঝ আকাশে উড়ে যাওয়া সেই আইফোন। ছবি: সিবিএস নিউজ।

আলাস্কা এয়ারলাইন্সের বিমানের মাঝ আকাশে খুলে যাওয়া জানালা দিয়ে পড়ে গিয়েছিলো একটি আইফোন। সেটি অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছেন সিনাথান বেটস নামে স্থানীয় এক ব্যক্তি। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ খুঁজে পাওয়া সেই মোবাইল ফোনের ছবি পোস্ট করেন বেটস। সচল অবস্থায় ফোনটি খুঁজে পান তিনি।

দুর্ঘটনার তিন দিন পরও ফোনের ব্যাটারিতে ছিলো ৫০ শতাংশ চার্জ। ১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও মোবাইলটি ভাঙেনি কোথাও। পড়েনি সামান্য আঁচড়ও। তবে ফোনটিতে লাগানো ছিলো চার্জার। ধারণা করা হচ্ছে, জানালা ভেঙ্গে যাওয়ায় প্রচণ্ড বাতাসে চার্জার ছিড়ে নীচে পড়ে ফোনটি।

\এআই/

Exit mobile version