Site icon Jamuna Television

বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে মেহজাবিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মেহজাবিন উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী মিঠাইন গ্রামের মিরাজ মোল্যার মেয়ে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ঘটে এই ঘটনা।

জানা যায়, শিশুটির বাবা মিরাজ মোল্যা একজন অটো ভ্যানচালক। মা আশা বেগম উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জুট মিলে চাকরি করেন। মঙ্গলবার সকালে শিশুটিকে দাদী সুফিয়া বেগমের কাছে রেখে কাজে যান আশা। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে নাস্তা করিয়ে পাশের বাড়িতে যান সুফিয়া বেগম। এ সময় খেলার ছলে সবার অগোচরে টিউবওয়েল পাড়ে পানিভর্তি বালতিতে পড়ে মারা যায়।

এ নিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বাড়িতে কেউ না থাকায় শিশুটি পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version