Site icon Jamuna Television

ফের চালু টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তিনদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে শুরু হয় জাহাজ চলাচল। সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় তিনটি পর্যটকবাহী জাহাজ।

প্রশাসন জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত কেউ যাতে সেন্টমার্টিন না যেতে পারে, সেই লক্ষ্যে ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। সেই সাথে বন্ধ ছিলো হোটেল-মোটেলও।

/এএম

Exit mobile version