Site icon Jamuna Television

সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টেশনে ঢুকে পড়লো একদল বন্দুকধারী

টেলিভিশন স্টেশনের স্টুডিওর ভেতরে থাকা লোকজনদের ভারী অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে সন্ত্রাসীরা। ছবি: এপি।

সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টেশনে ঢুকে পড়লো একদল বন্দুকধারী। জিম্মি করলো স্টুডিওর সবাইকে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভয়াবহ এই ঘটনার সাক্ষী হয় লাতিন দেশ ইকুয়েডর। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আপাদমস্তক কালো পোশাকে ঢাকা কয়েকজন রাইফেল নিয়ে হঠাৎ প্রবেশ করে স্টুডিওতে। ফলে সবার মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অস্ত্রের মুখে উপস্থিত সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করেন সন্ত্রাসীরা। শোনা যায় গুলির আওয়াজও।

এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সম্প্রচার। পরে টেলিভিশন স্টেশনটিতে অভিযান চালায় পুলিশের বিশেষ ইউনিট। জড়িত সন্দেহে আটক করে অন্তত ১৩ জনকে। মূলত ইকুয়েডরে দুর্ধর্ষ এক অপরাধী কারাগার থেকে পালানোর পরই দেশজুড়ে ছড়ায় অস্থিতিশীলতা। জারি রয়েছে ৬০ দিনের জরুরি অবস্থা।

\এআই/

Exit mobile version