Site icon Jamuna Television

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নয়ন মৃধা বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। সে টঙ্গী এলাকায় মাকস্ট্রিজ নামের একটি কারখানায় কর্মরত ছিল।

বুধবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশে বাস যোগে রওনা দেন। বুধবার সকালে নয়ন মৃধা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কিছু ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায় ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এনিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজেড/

Exit mobile version