Site icon Jamuna Television

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েগে ও নাদিয়া মুরাদ

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন, যৌথভাবে- ইরাকের নারী অধিকার কর্মী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর ড. ডেনিস মুকওয়েগে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে নারীদের প্রতি যৌন সহিংসতা বন্ধে কাজ করায়, এ সম্মাননায় ভূষিত হন তারা।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইজ-অ্যান্ডারসেন বলেন, যুদ্ধক্ষেত্রে কিংবা সশস্ত্র সংঘাতে সবচেয়ে অনিরাপদ অবস্থানে থাকে নারী ও শিশুরা। যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় তারা। যার অন্যতম মাধ্যম নির্বিচার যৌন সহিংসতা। যুদ্ধাপরাধের সমতুল্য এসব অপতৎপরতা বন্ধে কাজ করার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার তুলে দেয়া হবে মুরাদ এবং মুকওয়েগের হাতে।

ইরাকে আইএস জঙ্গিদের বন্দি ছিলেন নাদিয়া মুরাদ। দীর্ঘদিন অমানবিক নির্যাতন ও ধর্ষণের শিকার ইয়াজিদি সম্প্রদায়ের এই নারী, বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর থেকেই যৌন সহিংসতা বন্ধে কাজ করছেন। আর কঙ্গোর সংঘাত কবলিত পূর্বাঞ্চলে নারী কল্যাণে কাজ করছেন পেশায় চিকিৎসক ডেনিস মুগওয়েগে। পেশায় চিকিৎসক মুগওয়েগে, যুদ্ধের ময়দানে থেকে কাজ করেছেন। তিনি চিকিৎসা দিয়েছেন ধর্ষণের শিকার প্রায় ৩০ হাজার নারীকে।

Exit mobile version