Site icon Jamuna Television

আটালান্টা ফাঁড়া কাটাতে পারবে এসি মিলান?

ছবি: রয়টার্স

রাতে কোপা ইতালিয়ার ম্যাচে মাঠে নামবে জায়ান্ট এসি মিলান। বুধবার (১০ জানুয়ারি) রাত ১টায় মিলানের কঠিন পরীক্ষা নিতে পারে আটালান্টা।

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রাতে মিলান আতিথ্য দেবে আটালান্টাকে। সান সিরোতে অনুষ্ঠেয় ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে রোসানেরিরা। কারণ, সবশেষ ৬ ম্যাচে অপরাজিত থিও হার্নান্দেজরা। ১ ম্যাচ ড্র ছাড়া বাকি সবগুলোতে জয় পেয়েছে এসি মিলান। সিরি আ’তে পয়েন্ট টেবিলের তৃতীয়তেও রয়েছে ফ্লোরেঞ্জিরা। ফর্ম ও দলীয় শক্তির বিচারে জয়ী বেশে মাঠ ছাড়ার কথা পুলেসিচ, ইয়োভিচদের। তবে পা হড়কানোর অভ্যাস আছে দলটির।

অন্যদিকে, বর্তমানে সিরি আ’র পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে আটলান্টা। এই মৌসুমে এখন পর্যন্ত তাদের পারফরমেন্স খুব বেশি আশা জাগানিয়া নয়। গত সপ্তাহে অ্যাওয়ে ম্যাচে এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। মিলানের বিপক্ষে এই ম্যাচে তাদের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমিদের।

/এএম

Exit mobile version