Site icon Jamuna Television

আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে আবার ২০ বিলিয়নের ঘরে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে গত ডিসেম্বর শেষের লক্ষ্যমাত্রা পূরণে কয়েকটি ব্যাংক থেকে ডলার কিনে রিজার্ভ বাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পাওনা ১২৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।

আইএমএফের হিসাব পদ্ধতিতে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

আকু হচ্ছে একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে দুই মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।

এদিকে, আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণের কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ। ঋণের জন্য মানতে হচ্ছে বিভিন্ন শর্ত।

/এমএন

Exit mobile version