Site icon Jamuna Television

ইসরায়েলি তাণ্ডবে লেবাননে বাস্তুচ্যুত ৭৬ হাজার, জাতিসংঘের উদ্বেগ

গাজায় চলছে ইসরায়েলের পাশবিক নির্যাতন ও জাতিগত নিধন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হয়েছে লবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। তাই লেবাননেও হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাচ্ছে ইহুদি বাহিনী। আর এতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে ৭৬ হাজার বাসিন্দা। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর ডনের।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, লড়াই অব্যাহত থাকলে সীমান্তরেখা অর্থাৎ ব্লু লাইনের দুই পাশের বেসামরিক নাগরিকরা আরও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হবেন।

ইসরায়েল, লেবানন ও দখলকৃত গোলান মালভূমির মাঝে জাতিসংঘ যে সীমানা রেখা টেনে দিয়েছে সেটাই ব্লু লাইন হিসেবে পরিচিত। এসময় ব্লু লাইনে বসবাসরত বেসামরিকদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর তাগিদও দেন দুজারিচ।

এসজেড/

Exit mobile version