Site icon Jamuna Television

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা জানিয়েছেন, ভোর রাতে চট্টগ্রাম দিক থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যেবক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। এসময় ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়ার এক ব্যক্তি কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version