Site icon Jamuna Television

হুতিদের ছোড়া ড্রোন-মিসাইল ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

গ্যালাক্সি লিডার কার্গো জাহাজে একজন হুটি যোদ্ধা। ছবি: রয়টার্স

ইয়েমেন থেকে লোহিত সাগরে ছোড়া ২০টিরও বেশি ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বুধবার (১০ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।

মার্কিন নৌবাহিনী জানায়, ১৮টি ড্রোন ভূপাতিতের পাশাপাশি ধ্বংস করা হয়েছে দুটি অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল ও একটি ব্যালেস্টিক মিসাইল। ইন্টারন্যাশনাল শিপিং লেনে বিভিন্ন পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এই অপারেশনে অংশ নিয়েছে চারটি যুদ্ধজাহাজ। যার মধ্যে তিনটি যুক্তরাষ্ট্রের আর একটি ব্রিটেনের।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। যুক্তরাষ্ট্রের দাবি, সবশেষ হামলাটি সম্প্রতি চালানো হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

/এএম

Exit mobile version