Site icon Jamuna Television

‘শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন’

নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। কে নির্বাচনে এলো, কে এলো না, এটা একান্তই সে রাজনৈতিক দলের সিদ্ধান্ত। এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সকালে ভোলা সদর উপজেলা পরিষদের হলরুমে আধুনিক সংরক্ষণাগার প্রকল্পের আওতায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, তা মোকাবেলা করা হবে বলে উল্লেখ করেন তিনি। তুলে ধরেন আওয়ামী লীগের ভবিষ্যত পরিকল্পনা।

Exit mobile version