Site icon Jamuna Television

‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে’

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। এ ক্ষেত্রে সব সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বানও জানান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যে সহায়তা করেছে বাংলাদেশ, তা সবার কাছেই অনুকরণীয়। এ পর্যন্ত ভারত সরকার তিন দফায় ত্রাণ সহায়তা দিয়েছে বলেও উল্লেখ করেন হর্ষ বর্ধন শ্রিংলা। এরপর একটি কলেজের ভবন উদ্বোধন করেন তিনি।

Exit mobile version