Site icon Jamuna Television

গাজীপুরে রেললাইন থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের উত্তর পাশের কাটাপুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় দিকে রেলসড়কে মরদেহটি দেখতে পেয়ে শ্রীপুর রেল স্টেশন মাস্টারকে খবর দেয় এক নারী। স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। ইতোমধ্যে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়েছে।

আরএইচ/এটিএম

Exit mobile version