Site icon Jamuna Television

ফাইনালের পথে লিভারপুল

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে প্রথম লেগের খেলায় ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো লিভারপুল। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ফুলহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

অ্যানফিল্ডে খেলার ১৯ মিনিটের মাথায় স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সফরকারীদের এগিয়ে নেন উইলিয়ান। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফুলহ্যাম।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে ৬৮ মিনিটে ডারউইন নুনিয়েজের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান কার্টিস জোন্স। ৩ মিনিট পর স্বাগতিকদের আবারও আনন্দে ভাসান গাকপো। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোল বঞ্চিত থাকে ফুলহ্যাম। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিশ্চিত করে ফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল।

এই জয়ে মৌসুমে চার শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লপের দল। এবার ইংলিশ লিগ কাপের ফাইনালের পথেও এগিয়ে গেলো তারা।

/এএম

Exit mobile version