Site icon Jamuna Television

রিজেন্টের সাহেদ হাইকোর্টে খালাস

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ। ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, অস্ত্রটি আসল ছিল না। আদালত তার আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষ বিষয়টি প্রমাণ করতে পারেনি। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে পারেনি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত। মামলায় সাহেদকে অস্ত্র আইনের দুটি পৃথক ধারায় যাবজ্জীবন ও সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ে দুটি সাজা একত্রে চলবে বলেও উল্লেখ করা হয়। এছাড়াও রায়ে, ওই অস্ত্র বাজেয়াপ্ত ও যে গাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তার মালিকানা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে। পরে সাহেদ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। এরপর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে র‍্যাব। একই বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।

সাহেদের বিরুদ্ধে সারা দেশে অর্ধশত মামলা রয়েছে। এর বেশির ভাগই প্রতারণার অভিযোগে করা।

আরএইচ/এটিএম

Exit mobile version