Site icon Jamuna Television

সামন্ত লাল শুরুতেই যা ভেবেছিলেন

মন্ত্রী হয়েছেন ডা. সামন্ত লাল সেন, এখন এটা মোটামুটি সবার জানা খবর। তবে, তাকে ঘিরে আগ্রহ শেষ হয়নি এখনও। বঙ্গভবনে তিনি মুখোমুখি হন যমুনা টেলিভিশনের। অল্প সময়ে তিনি জানান মন্ত্রী হবার খবর পাওয়ার সময়ের অভিজ্ঞতা।

সামন্ত লাল বলেন, বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান। জানতে পারেন সচিব কথা বলবেন।
শুরুতেই ভেবেছিলেন, তিনি হয়ত কোনো রোগীর বিষয়ে কথা বলবেন। পরে সচিব জানালেন, ডা. সেন মন্ত্রী হচ্ছেন বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
সেকথাও প্রথমে বিশ্বাস করেননি সামন্ত লাল। বলেন, ভেবেছিলেন ভুয়া কল। পরে বিস্তারিত বলার পর তিনি সবকিছু সম্পর্কে অবগত হন।
মন্ত্রী হবেন, সেটা আগে চিন্তাও করেননি বলে জানান ডা. সামন্ত লাল সেন।
/এমএমএইচ

Exit mobile version