Site icon Jamuna Television

চাঁদাবাজির টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলো যুবকের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে রাতভর নির্যাতন চালিয়ে সাইফুল ইসলাম রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার ওপর হওয়া নির্যাতনের ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্বজনদের অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বী্র নেতৃত্বে তার অফিসে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতভর রাসেলের ওপর নির্যাতন চালানো হয়। পরদিন ভোরে স্বজনরা রাব্বীর অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার ঘটনায় বুধবার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাসেলের পিতা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাব্বীসহ ১৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এটিএম/

Exit mobile version