Site icon Jamuna Television

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর জেরে কেঁপে উঠেছে পাকিস্তান এবং ভারতের দিল্লিও। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

পাকিস্তানের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এর উৎপত্তিস্থল ছিল প্রায় ২শ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভূমিকম্পের ধাক্কায় কেঁপে ওঠে আফগানিস্তানের কাবুল, কান্দাহারসহ বিভিন্ন এলাকা। এর পাশাপাশি প্রচণ্ড কম্পন অনুভূত হয় পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, আজাদ কাশ্মির এবং খাইবার পাখতুনখোয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লিও।

/এনকে

Exit mobile version