Site icon Jamuna Television

শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

চিঠিতে পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনা ধারণ করে আসছে। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশাবাদ জানান পুতিন। অভিনন্দন পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন ভ্লাদিমির পুতিন।

এর আগে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন।

৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন।

এটিএম/

Exit mobile version