Site icon Jamuna Television

জাহাজের বদলে জাহাজ, ইরানের বদলা

এবার উপসাগরীয় অঞ্চলে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে ইরান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে এ তথ্য। খবর রয়টার্সের।

তারা জানায়, ওমান উপসাগরের জলসীমায় একটি জাহাজ জব্দ করেছে নৌবাহিনী। গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃক একটি ইরানি জাহাজ এবং তেল জব্দের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ, এমনটা তাদের দাবি। ইরাকের বসরা বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজটির গন্তব্য ছিলো তুরস্ক। তবে মার্কিন মালিকানাধীন আখ্যা দিলেও নৌযানটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী।

প্রতিবেদনে আরও বলা হয়, মুখোশ পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং সেটিকে ইরানের বন্দরের দিকে পরিচালনা করে। জানা গেছে, তাতে এক লাখ ৪৫ হাজার টন অপরিশোধিত তেল ছিল। জাহাজ জব্দের ঘটনাকে বেআইনি আখ্যা দিয়ে চরম নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যত দ্রুত সম্ভব জাহাজ এবং ১৯ ক্রুকে মুক্তির দাবি জানিয়েছে বাইডেন প্রশাসন।

এটিএম/

Exit mobile version