Site icon Jamuna Television

কাল দুইদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

কাল দু’দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধু কন্যা।

এই সফরে মতবিনিময় করবেন নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে। এতে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা।

টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথম গোপালগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের সফরকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ।

দলীয় প্রধানকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সরকারপ্রধানের সফরকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটিএম/

Exit mobile version