Site icon Jamuna Television

চলছে মৃদু শৈত্যপ্রবাহ, কবে বৃষ্টি জানালো আবহাওয়া অধিদফতর

ফাইল ছবি।

দেশের চার জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ; যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে দেয়া হয়েছে এই পূর্বাভাস। শীতের দাপট অনুভূত হচ্ছে রাজধানীতেও। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আজ ঢাকায়। বেলা বাড়ার সাথে-সাথে সূর্যের মুখ দেখা গেলেও, নেই উত্তাপ। এ কারণে বেশ ঠান্ডা অনুভত হচ্ছে।

আজকের তুলনায় আগামীকাল শীত সামান্য বাড়বে। এছাড়া আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে। যার ফলে শীতের অনুভূতি বেশি হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলিতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এটিএম/

Exit mobile version