Site icon Jamuna Television

টাঙ্গাইলে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় কোন গাড়ির থেকে নেমে রেল লাইনে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আকবর জানান, মরদেহটি ময়নাতদেন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version