
২৮শে নভেম্বর, ২০২৩ সালে ঢাকায় একটি বিক্ষোভের সময় রাজনৈতিক সহিংসতার শিকারদের একজন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাচ্ছেন। ছবি: এপি।
বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের ওপর দমন-পীড়ন এবং সহিংসতা একটি অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার ক্ষুণ্ন করেছে। ২০২৪ সালের প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
হিউম্যান রাইটস ওয়াচের দাবি, নির্বাচনের আগে বিরোধীদের ৮ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অনেককেই বেআইনিভাবে আটকে রেখে নিখোঁজ দাবি করেছে পুলিশ বলে অভিযোগ করে সংস্থাটি। এসব নিপীড়নের সুষ্ঠু তদন্তের ওপর জোর দিতে বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতার অভাব দুর্নীতিকে আরও উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া, প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করতে সাংবাদিকদের দমন পীড়নের অভিযোগও করা হয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে।
\এআই/



Leave a reply