Site icon Jamuna Television

দোহার-নবাবগঞ্জে নাজমুল হুদাকে অবাঞ্চিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা মামলায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের নাম জড়ানোয় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে নবাবগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার সকালে নাগরিক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কায়কোবাদ চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে উপজেলা ফটকে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

পরে বিক্ষুদ্ধ জনতা নাজমুল হুদার কুশপুত্তলিকা অগ্নিসংযোগ করে। নাজমুল হুদাকে দোহার নবাবগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন এলাকাবাসী।

Exit mobile version