Site icon Jamuna Television

সফলভাবে উৎক্ষেপিত হলো চীনের নতুন বাণিজ্যিক রকেট

সফলভাবে উৎক্ষেপিত হলো চীনের নতুন বাণিজ্যিক ক্যরিয়ার রকেট ‘গ্র্যাভিটি-১’। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে উৎক্ষেপণ করা হয় রকেটটি।

শানডং প্রদেশের হাইয়াং শহর থেকে উৎক্ষেপিত হয় গ্র্যাভিটি-১। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় সাড়ে ছয় হাজার কেজি পর্যন্ত ওজন বহনের ক্ষমতা রয়েছে রকেটটির। দেশটির বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত রকেটের মধ্যে সবচেয়ে শক্তিশালী রকেট হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে।

ইউনায়ো সিরিজের তিনটি স্যাটেলাইট পরিকল্পিত কক্ষপথে পাঠানোর উদ্দেশে উৎক্ষেপণ করা হয় এই রকেট। স্যাটেলাইটগুলো মূলত আবহাওয়া সংক্রান্ত পরিষেবার জন্য ব্যবহার করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

এটিএম/

Exit mobile version