Site icon Jamuna Television

হুতি বিদ্রোহীদের আক্রমণের একদিনের মাথায় হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ইয়েমেন কোস্ট গার্ডের সদস্যরা লোহিত সাগরে টহল দিচ্ছে। ছবি: আল জাজিরা।

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের বড় হামলার মোকাবেলার একদিনের মাথায় ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠীটির অবস্থানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, বৃহস্পতিবার যৌথ অভিযানে ইরান সমর্থিত গোষ্ঠীটির এক ডজনের বেশি স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করেছে সেনারা।

রাজধানী সানার একটি বিমান ঘাঁটি, ছাদা শহর এবং হোদেইদাহ বন্দরের একাধিক স্থাপনা ছিলো মূল টার্গেট। অভিযানে টোমাহক মিসাইল ছোড়ার পাশাপাশি যুদ্ধবিমান নিয়েও চালানো হয় হামলা।

হুতিদের ড্রোন, ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডার এবং বিমান নজরদারি সক্ষমতার সাথে যুক্ত স্থানগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু বলেও জানানো হয়েছে। ইয়েমেন ভূখণ্ডে হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছে হুতি বিদ্রোহীরা। সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছে তারা।

\এআই/

Exit mobile version