Site icon Jamuna Television

রাখাইনের নির্যাতনে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের ফলে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। স্থানীয় সময় বৃহস্পতিবার, মার্কিন কংগ্রেসের শুনানিতে এই শঙ্কা জানানো হয়। আহ্বান জানানো হয় সামরিক নিষেধাজ্ঞা জারির বিষয়েও।

শুনানিতে প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য রাখেন মার্কিন পররাষ্ট্র দফতরের, দক্ষিণ-পূর্ব এশিয়ার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মারফি। তিনি বলেন, দশকের পর দশক ধরে মিয়ানমার সরকার নিয়মতান্ত্রিকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। আইন করে, রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্বর নির্যাতন চালানো হয়েছে সংখ্যালঘু মুসলমানদের ওপর। এই পরিস্থিতি অব্যাহত থাকলে অস্থিতিশীল হয়ে উঠবে দক্ষিণ এশীয় অঞ্চল। যার কারণে উগ্রপন্হা ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। স্বাগত বক্তব্যে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি এ রয়েস, দ্রুত সেনা নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন।

Exit mobile version