Site icon Jamuna Television

‘পাকিস্তান-ব্রিটিশ আমলেও এত নির্যাতনমূলক কোন আইন হয়নি’

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটি বলছে, এই আইন কেবল গণমাধ্যমের স্বাধীনতা নয়, মত প্রকাশের অধিকারকেও ভুলন্ঠিত করবে।

আজ শনিবার সকালে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদমাধ্যম ও নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কেবল পাকিস্তান নয় ব্রিটিশ আমলেও এত নির্যাতনমূলক কোন আইন তৈরি হয়নি। সরকার নিজেদের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে এই আইন প্রণয়ন করছে।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, সেলফ সেন্সরশিপ আরোপ করে মানুষকে ভয় দেখাতেই এই আইন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে ক্ষমতাসীনরা।

অনুষ্ঠানের সভাপতি ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি চূড়ান্ত আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

Exit mobile version