Site icon Jamuna Television

স্মিথের বল ছক্কা মেরে গ্যালারিতে ফেললেন জোকোভিচ

বল করছেন স্মিথ আর ব্যাটিংয়ে জোকোভিচ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। তাকে চেনেন না এমন ক্রিড়াপ্রেমী খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু তিনি যদি ক্রিকেট ব্যাট নিয়ে নামেন খেলার মাঠে, আর ব্যাট করার সময় ছক্কা হাঁকান, তাও অজি তারকা স্টিভেন স্মিথের বলে তাহলে কেমন লাগবে?

ঠিক এমন দৃশ্যই দেখা গেছে ক্রিড়াজগতে। স্টিভেন স্মিথ বল করেছেন আর তার বল উড়িয়ে গ্যালারিতে ফেলেছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ চ্যারিটি ইভেন্টেই দেখা যায় এমন ঘটনা।

পাশাপাশি বাস্কেটবল তারকা লেব্রন জেমসের সাথেও নিজের দক্ষতা দেখান জোকোভিচ। প্রথমে কোর্টের মধ্যেই নিয়ে আসা হয় স্টাম্প এবং ব্যাট। জোকোভিচ ছিলেন ব্যাটারের ভূমিকায়। স্মিথ তাকে লক্ষ্য করে বল করলে তিনি কয়েকটি শট মিস করেন। পরে গ্যালারিতে উড়িয়েও মারেন একটি। যদিও ক্রিকেট ব্যাট দিয়ে বল মারতে পারেননি জোকোভিচ। পরে তার টেনিস ব্যাট দিয়েই স্মিথের বল সীমানা ছাড়া করেন তিনি। তার ব্যাটিং দেখতে ক্লিক করুন এই লিংকে

এরপর হঠাৎ কোর্টে চলে আসেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। কোর্টের মধ্যে একটি পোস্টে অস্থায়ীভাবে বাস্কেট রাখা হয়। জোকোভিচ তার সাথে বাস্কেটবলও খেলেন।

/এনকে

Exit mobile version