Site icon Jamuna Television

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের স্ত্রী লাইফ সাপোর্টে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতারকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার (১২ জানুয়ারি) নজরুল ইসলাম খানের পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আলিফা আক্তারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের লোকজন।

এদিকে, অবস্থার উন্নতি হওয়ায় বিএনপির স্হায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এএস/

Exit mobile version