Site icon Jamuna Television

ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো ব্যাপক হামলা পশ্চিমা জোটের

ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট। শুক্রবার রাতভর চালানো হয় এই হামলা।

হুতি বিদ্রোহী অধ্যুষিত সানাসহ ইয়েমেনের তাইজ, হুদাইদেহ এবং আব্স অঞ্চলে চালানো হয় অভিযান। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাবমেরিন থেকে ছোড়া হয় মিসাইল। এর পাশাপাশি যুদ্ধবিমান থেকে করা হয় বোমা হামলা।

ওয়াশিংটন জানায়, ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক ঘাঁটি, অস্ত্র সরবরাহ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৩০টি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলা।

এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালায় মার্কিন জোট। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এই অভিযান।

এটিএম/

Exit mobile version