Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

পৌষের শেষ ভাগে চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে মাঘের মতো শীত। শনিবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন অনেকটাই থমকে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন। মধ্য দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এ কারণে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে হাসপাতালে।

এছাড়া বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ। কনকনে শীতের কারণে তারা বাড়ির বাইরে বের হতে না পারার কারণে প্রভাব পড়েছে তাদের জীবন-জীবিকার উপর।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ঘন কুয়াশার কারণে সকাল থেকে সূর্য কুয়াশা ভেদ করে ঠিকমতো তাপ ছড়াতে পারেনি। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে চরম শীত অনুভূত হচ্ছে। আগামী ১৮ই জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শীতের দাপট আরও বাড়বে।

/এনকে

Exit mobile version