Site icon Jamuna Television

আবার ইসরায়েলি হামলায় ২ সাংবাদিক নিহত

নিহত সংবাদকর্মীর মৃতদেহের পাশে শোক করছেন পরিবারের সদস্যরা। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় আরও ২ সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত সাংবাদিকরা হলেন ফুয়াদ আবু খামাশ ও মুহাম্মাদ আল-থালাথিনি। এ নিয়ে এখন পর্যন্ত উপত্যকাটিতে ১১৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সাংবাদিক হত্যাকে ইসরায়েলি সেনাবাহিনীর জঘন্য অপরাধ অভিহিত করে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে গাজার তথ্য মন্ত্রণালয়। সংবাদকর্মীদের ওপর হামলা বন্ধে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও আইনি প্রতিষ্ঠানকে সজাগ হওয়ার আহ্বানও জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

\এআই/

Exit mobile version