Site icon Jamuna Television

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

ছবি: রয়টার্স।

এবার উপসাগরীয় অঞ্চল থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকার জব্দের দুঃসাহসিক অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইরান। শুক্রবার, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয় নৌবাহিনীর ধারণকৃত সেই ফুটেজ। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার নিয়ে তাড়া করে নৌযানটির কাছে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নেমেই অস্ত্রের মুখে জিম্মি করে ক্রু’দের। পরে তাদের নির্দেশে জাহাজটি পরিচালনা করা হয় তেহরানের দিকে।

যুক্তরাজ্যের নৌ-নিরাপত্তা সংস্থার দাবি, জাহাজটির নিয়ন্ত্রণ নেয়ার পরই অবস্থান শনাক্তসহ যোগাযোগের সবরকম প্রযুক্তি বন্ধ করে দেয়া হয়। পরে এটিকে ইরানের বন্দর-ই-জাস্ক বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়।

গেল বৃহস্পতিবার, ওমানের সোহার শহরের কাছ থেকে সেন্ট নিকোলাস জাহাজটি জব্দ করে নৌবাহিনী। একে যুক্তরাষ্ট্রের গত বছর ইরানি জাহাজ জব্দের প্রতিশোধ বলছে রইসি প্রশাসন।

\এআই/

Exit mobile version