Site icon Jamuna Television

‘আইন না মানার সংস্কৃতি সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ’

আইন না মানার সংস্কৃতি সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

দুপুরে এফডিসিতে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ভুমিকা ও করণীয় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকের ভূমিকা সবচেয়ে বেশি। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার পাশাপাশি চালকদের সচেতনতা বাড়াতে হবে। পথচারীদেরও সচেতন হতে হবে। আইন মানার প্রবণতা বাড়াতে পারলে সড়কের চিত্র পাল্টানো সম্ভব বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

Exit mobile version