Site icon Jamuna Television

নেটফ্লিক্স থেকে বাদ পড়লো নয়নতারার ‘অন্নপূরণি’, নেপথ্যে কোন রহস্য ?

‘অন্নপূরণি’ সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী নয়নতারা। ছবি: হিন্দুস্তান টাইমস।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তার সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি, নয়নতারা অভিনীত মুভি ‘অন্নপূরণি’ নিয়ে ভারতজুড়ে চলছে তোলপাড়। নয়নতারার ওপর হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘অন্নপূরণি’ সিনেমায়  হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার রামকে নাকি অপমান করা হয়েছে। এর জেরে থানায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয় ‘অন্নপূরণি’র বিরুদ্ধে।

পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে, নেটফ্লিক্স সিনেমাটি নামিয়ে নিতে বাধ্য হয়। এরপর মুম্বাইয়ের থানায় ‘অন্নপূরণি’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মোট ৭ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়।

\এআই/

Exit mobile version