Site icon Jamuna Television

নাটোরে গৃহবধূকে বেধে পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে সোনিয়া খাতুন নামে এক গৃহবধূকে হাত ও মুখ বেধে পুকুরের পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামপুর সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী মোমেনা বেগম, মেহেনাজ খাতুনসহ আরও কয়েকজন শ্রীরামপুর সরকারপাড়ার ফারুক মোল্লার স্ত্রী সোনিয়া খাতুনকে তাদের বাড়িতে ঢুকে হাত মুখ বেধে ফেলে। পরে হত্যার উদ্দেশ্যে গৃহবধূ সোনিয়াকে পাশের পুকুরে ফেলে দেয়।

এসময় সোনিয়ার দুই সন্তানের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন সোনিয়াকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএস/

Exit mobile version