Site icon Jamuna Television

ইয়েমেনে পশ্চিমাদের হামলা: ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বন্ধ হবে না

হামলা চালিয়ে ভয় দেখিয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন বন্ধ করা যাবে না, এমন দাবি করেছেন ইয়েমেনিরা। স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় তাদের কণ্ঠে। পাশাপাশি ইসরায়েল বিরোধী অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার প্রতিবাদ জানান ইয়েমেনবাসী। অভিযোগ করে বলেন, এভাবে হামলা চালিয়ে স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে পশ্চিমারা।

২০২২ সালে শান্তি চুক্তির পর থেকে অনেকটাই শান্ত ইয়েমেন। তবে এক দশকের গৃহযুদ্ধের ক্ষত এখনও শুকায়নি। চরম মানবিক বিপর্যয়ে দেশটির সাধারণের মানুষের দিন কাটে নানা সংকটে। তবুও, গাজায় নৃশংসতার স্বীকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে দ্বিধা করেনি ইয়েমেনিরা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে সরব ইয়েমেনের নাগরিকরা। দেশটির সশস্ত্র সংগঠন হুতি, লোহিত সাগরে ইসরায়েলগামী একের পর এক জাহাজে চালাচ্ছে হামলা। জবাবে ইয়েমেনে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

স্বাধীন দেশের ভূখণ্ডে পশ্চিমাদের এমন হামলাকে সার্বোভৌমত্বের ওপর আঘাত বলছেন সাধারণ ইয়েমেনিরা। তাদের অভিযোগ, বাকি আরব রাষ্ট্রগুলো নিশ্চুপ থাকায় ইয়েমনকেও থামাতে চাইছে ইসরায়েলের মিত্ররা।

ইয়েমেনের এক বাসিন্দা বলেন, আমাদের সাথে যা হচ্ছে তা নৃশংস আগ্রাসন। এটি আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। ১০ বছর যুদ্ধ সহ্য করা ইয়েমেনিদের ওপর আবারও আগ্রাসন শুরু করেছে তারা। গাজা এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনে এই বর্বরতা চালানো হচ্ছে। গোটা আরব জাতির কেউই ফিলিস্তিনিদের দুঃসময়ে এগিয়ে আসেনি। আমরা এসেছি তাই আমাদের লক্ষ্য বানানো হয়েছে।

ইয়েমেনের জনগণের দৃঢ় প্রত্যয় জন্মভূমির জন্য লড়াই করা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ভালোবাসা অব্যাহত থাকবে। তারা বলছেন, এখনও প্রতিদিন ক্ষুধা আর দারিদ্রতার সাথে লড়াই করা এই জাতি যুদ্ধ ভয় পায় না।

অন্য এক বাসিন্দা বলেন, আমরা আমাদের অবস্থানে অবিচল। বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি ভাইদের পাশে থাকবো। ফিলিস্তিনের ভূমিকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে। এটি ইয়েমেনিদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব।

ইয়েমেনের বাসিন্দারা আরও বলেন, আমরা গাজার জন্য যুদ্ধ করবো। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জন্য আমাদের বার্তা স্পষ্ট। যত ঝড়ই আসুক, আমরা পরোয়া করি না। গত ১০ বছর ধরেই যুদ্ধ আর ক্ষুধার সাথে লড়াই করা জাতি আমরা।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শুরু থেকেই সরব হুতিরা। এমনকি প্রতিবেশি দেশ না হয়েও প্রায় ১৪’শ মাইল দূর থেকে ইসারায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাজায় আগ্রাসনের জবাব দেয় গোষ্ঠীটি।

/এমএইচ

Exit mobile version