Site icon Jamuna Television

শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম

কুড়িগ্রাম করেসপনডেন্ট:

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জেলা কুড়িগ্রাম। মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পরছে চারদিক। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

রোববার (১৪ জানুয়ারি) এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন কুড়িগ্রাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র।

জানা যায়, সন্ধ্যার পরপরই ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে এলাকা। সামান্য দূরের বস্তুকে দেখা যায় না কুয়াশার জন্য। মধ্যরাত থেকে শুরু হচ্ছে বৃষ্টির মতো ঘনকুয়াশা ঝরা। সঙ্গে থাকছে উত্তরের হিম বাতাসের কারণে তীব্র শীত। সারাদিন সূর্যের দেখা না মিললেও হিম বাতাসের জন্য তীব্র শীত অনুভূত হচ্ছিল।

তবে ঘনকুয়াশার জন্য সড়ক ও মহাসড়কে চলাচল যানবাহনকে সকাল ১০টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হয়েছে। ঘনকুয়াশা আর হিম বাতাসের জন্য বেশ বিপাকে কর্মজীবী দিনমজুর ও ক্ষেতমজুররা। কেউ কেউ জীবিকার তাগিদে মাঠেঘাটে গেলেও কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। বলছেন, হাত-পা অসাড় হয়ে যাচ্ছে। কাজে যেতেও পোহাতে হচ্ছে দুর্ভোগ।

তীব্র শীতের কারণে দুর্ভোগে পরেছে বয়স্ক ও শিশুরাও। প্রতিনিয়ত হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। প্রচণ্ড ঠান্ডায় আলু ক্ষেত ও বোরো বীজতলা নিয়েও শঙ্কায় কৃষকরা।

/এমএইচ

Exit mobile version