Site icon Jamuna Television

চোখের ডাক্তার দেখাতে লন্ডন যাচ্ছেন সাকিব

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপটা আক্ষেপে কেটেছে বাংলাদেশের। স্মরণকালের সবচেয়ে বাজে এই বিশ্বকাপে স্বস্তিতে ছিলেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপের সময় চোখের সমস্যা নিয়েই খেলা চালিয়ে যেতে হয়েছিল সাকিবকে। চোখের সমস্যা না কাটায় এবার বিশেষজ্ঞ পরামর্শ নিতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন দেশসেরা এ ক্রিকেটার।

চোখের চিকিৎসক দেখাতে আজ (১৪ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই তার ফিরে আসার কথা। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

লন্ডনের বিমান ধরার আগে আজ সাকিব তার বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করেছেন। সেখানে সাকিবকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে। তবে জানা গেছে, চশমা ব্যবহার করেও খুব একটা উপকার পাননি সাকিব।

উল্লেখ্য, গত বিশ্বকাপ চলার সময় চেন্নাইয়ে চোখের চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। তবে কোনো সমস্যার কথা তখন আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি নিজেই জানান, গত বিশ্বকাপে চোখের সমস্যায় ভুগছেন তিনি এবং গোটা বিশ্বকাপ সেই সমস্যা নিয়েই খেলেছেন। ব্যাটিংয়ে বল দেখার ক্ষেত্রে প্রবল অস্বস্তি হয়েছে বলেও জানান তিনি।

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে তার। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।

/আরআইএম

Exit mobile version