Site icon Jamuna Television

বেলুচিস্তানে মাজারে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২০

পাকিস্তানের বেলুচিস্তানে মাজারে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। বৃহস্পতিবারের, ঐ হামলায় আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ঝাল মাগসি এলাকার ‘পীর রাখেল শাহ’ দরগায় ঘটানো হয় এই বিস্ফোরণ। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, আত্মঘাতী হামলা চালিয়েছে দুর্বৃত্ত। এরইমধ্যে, নিজস্ব গণমাধ্যম- আমাক নিউজে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন- আইএস। স্থানীয় এক আধ্যাত্মিক নেতার মৃত্যুতে সেসময় মাজারে উপস্থিত ছিলেন, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি মানুষ। সেটাই ছিলো হামলাকারীর মূল লক্ষ্য। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার তদন্তে একযোগে কাজ করছে সিন্ধু ও বেলুচিস্তান পুলিশ বিভাগ। ২০০৫ সালে, একই মাজারের বিস্ফোরণে প্রাণ হারান কমপক্ষে ৩৫ জন।

Exit mobile version